প্রসেনজিৎ ধর, কলকাতা :-বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ঠিক সেই প্রেক্ষিতেই ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবসের সভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ধর্মতলায়।তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির আগে ধর্মতলার মোড়ে মঙ্গলবার হয়ে গেল খুঁটিপুজো। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, সাংসদ সায়নী ঘোষ, একাধিক বিধায়ক, কাউন্সিলর ও নেতাকর্মী। নেতারা জানান, অতীতের সব রেকর্ড ভেঙে এবার সবচেয়ে বেশি জনসমাগম হবে ২১ জুলাইয়ের সমাবেশে। এই খুঁটিপুজোর পরেই দলের তরফে ঘোষণা করা হল যে, প্রতি বারের মতো এ বছরও ২১ জুলাই নজিরবিহীন ভিড় হবে তৃণমূলের কর্মসূচিতে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রাখলে এই কর্মসূচি রাজ্যের শাসকদলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তা ছাড়া ওই কর্মসূচির তিন দিন আগে, ১৮ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিক থেকেও তৃণমূলের এ বারের ২১ জুলাইয়ের কর্মসূচি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘সিপিএমের মতো বিজেপিও বাংলা থেকে শূন্য হয়ে যাবে। দুর্গাপুরে মোদি আসছেন কেন জানেন? শুভেন্দু বনাম দিলীপ ঘোষের সার্কাস দেখাতে।’ সাংসদ সায়নী ঘোষ বলেন, “১৮ তারিখ মোদী আসছেন, আর ১৭ তারিখ আমিও আসানসোলে সভা করব। তিনি কতটা জনপ্রিয়, সেটাই তো দেখতে চাই। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, ফলে বিজেপির ২০২৬-এ ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ হবে না।”
Hindustan TV Bangla Bengali News Portal