Breaking News

১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা!রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ,নভশ্চর শুভাংশুকে শুভেচ্ছা মোদী -মমতার

দেবরীনা মণ্ডল সাহা :-আন্তর্জাতিক মহাকাশ স্টেশন( ISS )থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী। নাসা সূত্রে খবর, মহাকাশযানটি ১৫ জুলাই, মঙ্গলবার বিকাল ৩:০১ মিনিয়ে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করেছে।মহাকাশচারী শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি নিজের এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। আগে থেকেই সেখানে মোতায়েন রাখা ছিল নৌকা, জাহাজ। শুভাংশুদের ক্যাপসুলটি জল ছুঁতেই, শুরু হয় উদ্ধারকার্য। একে একে সকলকে বের করে আনার কাজ শুরু হয়। এদিকে, ছেলের পৃথিবীতে প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিলেন শুভাংশুর পরিবার। লখনউতে বিশেষ অনুষ্ঠানে শামিল হয়ে সরাসরি ছেলের অবতরণ দেখছিলেন তাঁরা। শুভাংশুদের প্যারাশ্যুট চোখে পড়তেই চোখ ভিজে যায় তাঁর। মহাকাশযানটি সফল ভাবে অবতরণ করে কেক কেটে উদযাপনও করেন সকলে।শুভাংশুর মা বলেন, “আমাদের ছেলে ফিরে এসেছে। সকলকে ধন্যবাদ। গোটা পৃথিবী দেখল। আপনাদের সকলকেও ধন্যবাদ। এতদিন পর ছেলে ফিরেছে, আবেগ ধরে না রাখতে পারাই স্বাভাবিক।” এদিন ক্যাপসুল থেকে প্রথমে বের করে আনা হয় মিশন কমান্ডার পেগি হুইটসনকে। এর পর হাসিমুখে বেরিয়ে আসেন শুভাংশু। ক্যামেরা দেখে হাতও নাড়েন তিনি। শুভাংশুকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে গোটা দেশের সঙ্গে আপনাকে পৃথিবীতে স্বাগত জানাই। প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন। মহাকাশে মানুষ পাঠানোর আমাদের যে অভিযান, সেই ‘গগনযান’ অভিযানের পথে একটা মাইলফলক তৈরি হল’।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন নভশ্চর শুভাংশুকে এক্স হ্যান্ডেল মারফত শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এদিন লেখেন, “ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা। আপনি বাড়ি ফিরে আসায় আমরা সত্যিই খুশি। আপনি যা করেছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়।” শুভাংশু ও তাঁর টিমকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি।অ্যাক্সিয়ম-৪ মিশনে ছেলের সাফল্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “শুভাংশুর মিশন সফল হওয়ায় এবং ও সুস্থভাবে ফিরে আসায় আমরা দারুণ অনুভব করেছি। ওর জন্য আমরা খুব গর্বিত। ঈশ্বরকে ধন্যবাদ জানাই।” প্রায় তিন সপ্তাহ মহাকাশে কাটিয়ে ফিরে এসেছেন শুভাংশু। এই সময় তিনি সাতটি ভারত-কেন্দ্রিক বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিন সপ্তাহ কাটিয়ে ফিরে আসা তিনিই প্রথম ভারতীয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *