Breaking News

নড্ডা সাক্ষাতে উজ্জীবিত দিলীপ! ২১ জুলাই খড়্গপুরমুখী বিজেপির শহিদ দিবস পালনে বিজেপি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা জবাবে বিজেপিও ময়দানে। খড়্গপুরে বিজেপির শহিদ স্মরণ দিবসে নেতৃত্ব দেবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকের পর তিনি এই পরিকল্পনা ঘোষণা করেন।শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বাংলায়। আর সে দিনই দিল্লি চলে যান প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ। যাওয়ার আগে জানিয়েছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু, বৈঠকে কী আলোচনা হল, তা নিয়ে শুক্রবার কিছু বলতে চাননি প্রাক্তন সাংসদ। শনিবার দিলীপ জানালেন কারণ। বললেন, ‘‘নড্ডাজির সঙ্গে খুব গল্প হয়েছে।’’ ঝাড়া এক ঘণ্টার বৈঠকে স্রেফ গল্প? দিলীপের তুরন্ত জবাব, ‘‘প্রেসিডেন্ট (বিজেপির সর্বভারতীয় সভাপতি) যদি আমাকে গল্প করতে ডাকেন, তা হলে কী করা যাবে!’’তৃণমূল কংগ্রেস যেখানে শহিদ দিবস পালন করে কলকাতার ধর্মতলায়, সেখানে বিজেপি এবার পাল্টা শহিদ দিবস পালন করবে খড়্গপুরে। দিলীপ ঘোষ জানান, “বাংলায় তৃণমূলের হিংসায় প্রায় আড়াইশো বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। তাঁদের স্মরণ করতেই আমরা এই শহিদ দিবস পালন করব।” এটিই কি বিজেপির চমক ২১ জুলাইয়ের জন্য? দিলীপ কৌতুকের ভঙ্গিতে বলেন,”২১ তারিখ তো এখনও যায়নি! দেখুন না কী হয়!”দিলীপ জানান, তাঁর দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে তাঁর নানা গল্প হয়েছে। সংগঠন নিয়ে দু’জনে শলা-পরামর্শ করেছেন। বিজেপি নেতার কথায়, ‘‘সংগঠনের বিষয়ে কথা হয়েছে। পশ্চিমবঙ্গের ভোট (বিধানসভা), সংগঠন, প্রস্তুতি— সব নিয়ে কথা হয়েছে। উনি বললেন রাজ্যে গিয়ে জোরদার লড়াই করুন।’’বর্তমানে দিলীপ ঘোষের কাছে কোনও নির্দিষ্ট সাংগঠনিক দায়িত্ব না থাকলেও, নড্ডার সঙ্গে এই বৈঠক থেকে ইঙ্গিত মিলছে, আগামী দিনে তাঁকে দল ফের সক্রিয় ভূমিকা দিতে পারে। যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি দিলীপ, তবে তাঁর কথায়, “দায়িত্ব এখনই কী করে দেবেন! সময় হলে সবাই জানতে পারবেন।”এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের খড়্গপুরমুখী হওয়া এবং শহিদ দিবস পালনের ঘোষণা স্পষ্ট করে দেয়, বিজেপি এবার ২১ জুলাই ঘিরে রাজনৈতিক বার্তা দিতে চাইছে। তৃণমূলের প্রতিষ্ঠিত এই দিনকে পাল্টা ব্যাখ্যা দিয়ে নিজেদের রাজ্য রাজনীতিতে সক্রিয় রাখতে চাইছে বিজেপি নেতৃত্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *