দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। গরমে সভামঞ্চ থেকে বের করে নিয়ে যেতে হল সাংসদ শত্রুঘ্ন সিনহা,কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্রকে। তাঁদের দ্রুত অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দিলেও, হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র।এবছর শহিদ দিবস উদযাপনের আগে শোনা গিয়েছিল, বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায় একটু অসুস্থ। তা সত্ত্বেও সোমবার সকালে ধর্মতলায় হাসিমুখেই তাঁকে দেখা গেল। বোঝা গেল, সুস্থ হয়ে তিনি এসেছেন। কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর যখন সভা শেষের দিকে, সেসময়ই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে শতাব্দী, মদন মিত্র, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা। সঙ্গে সঙ্গে তাঁদের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতি বছরই মঞ্চের কাছাকাছি মেডিক্যাল ক্যাম্প থাকে। এবারও ছিল। তবে সাংসদদের সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, প্রবল রোদ আর গরমের জেরেই এই অসুস্থতা, উদ্বেগের তেমন কিছু নেই। আরও জানা গিয়েছে, মদন মিত্র এখনও হাসপাতালে ভর্তি। শতাব্দী, কীর্তি এবং শত্রুঘ্ন – তিনজনই নিজেদের গাড়িতে ফিরে গিয়েছেন। দলের অসুস্থ সদস্যদের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
Hindustan TV Bangla Bengali News Portal