দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রয়াত বিশিষ্ট প্রাবন্ধিক, বক্তা ও বামপন্থী চিন্তক আজিজুল হক | তাঁর সঙ্গেই শেষ হল এক সংগ্রামী চেতনার। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ৮৪ বছর বয়সী আজিজুল। সোমবার দুপুর ২টো ২৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় |রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও নিজের জন্য পাঠকদের মধ্য়ে স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন ৷ জেলে বসেই লিখেছিলেন তাঁর জনপ্রিয় বই ‘কারাগারের 18 বছর’। জেলে তাঁর উপর হওয়া অত্যাচারের বিভিন্ন ঘটনাকেই লিপিবদ্ধ করেছিলেন আজিজুল।জানা গিয়েছে, কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল প্রবীণ নেতার। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন ভর্তি থাকার পর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হতে থাকে। শনিবার দুপুরের পর বদলায় পরিস্থিতি ৷ তাঁর শারীরিক অবস্থা অবনতি হয়। রাতে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। এরপর রাখা হয়েছিল ভেন্টিলেশনেও। শেষমেশ সোমবার দুপুরে প্রয়াত হন এই প্রবীণ রাজনৈতিক নেতা| তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘প্রবীণ রাজনীতিক আজিজুল হকের প্রয়াণে আমি গভীর শোক জ্ঞাপন করছি। আজিজুল হক একজন লড়াকু, সংগ্রামী নেতা ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও মাথা নত করেননি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহযোগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।’ভারতের নকশাল আন্দোলেনর অন্যতম প্রধান মুখ ছিলেন আজিজুল হক। চারু মজুমদারের মৃত্যুর পরে দ্বিতীয় কেন্দ্রীয় কমিটির প্রধানের দায়িত্ব পান তিনি। রাজনীতি করতে গিয়ে জীবনের একটা বড় সময় জেলবন্দি ছিলেন। জেলে বসেই লিখেছিলেন ‘কারাগারের ১৮ বছর।’ বন্দিদশায় তাঁর উপর হওয়া অত্যাচারের কাহিনী তুলে ধরেছিলেন সেই বইতে। দ্বিতীয়বার গ্রেপ্তারির পর শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন আজিজুল হক |
Hindustan TV Bangla Bengali News Portal