Breaking News

অবিলম্বে বাংলায় এনআরসি কার্যকর করার দাবি, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা!শুনানি আগামী সপ্তাহে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গে অবিলম্বে জাতীয় নাগরিক পঞ্জি কার্যকর করার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। এই মামলা দায়ের হতেই আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এর আগে এনআরসি বিষয়ক কোনও মামলা দায়ের হয়েছে কিনা। আর এই মামলাটির শুনানি হতে চলেছে চলতি সপ্তাহের শুক্রবার।এদিন মামলাকারীর দাবি করেন, দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ফলে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে। মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সমাজে সামগ্রিক স্থিতাবস্থার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে বলে মামলায় দাবি করা হয়েছে। তাঁর দাবি বাংলায় অবিলম্বে এনআরসি চালু প্রয়োজন। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।জনস্বার্থ মামলা দায়ের করেছেন পারমিতা দে। তাঁর আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন গ্রহণ করে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হবে। প্রসঙ্গত, চলতি মাসেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্টে অভিযোগ করেছিলেন, পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় এনআরসি চালু করতে চাইছে বিজেপি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, অসমে ভারতীয়দের ‘বিদেশি/ অবৈধ অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে এনআরসি নোটিস পাঠানো হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *