Breaking News

‘আমাদের পাড়া আমাদের সমাধান’একুশের পরদিনই নয়া প্রকল্প ঘোষণা মমতার, খরচ আট হাজার কোটি টাকা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ২১ জুলাই, শহিদ মঞ্চ থেকে লড়াইয়ে জয় নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।নতুন এই কর্মসূচির নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মুখ্যমন্ত্রী অভিযোগ, কেন্দ্র ১.৭৫ লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে । তা সত্ত্বেও রাজ্য সরকার এখনও পর্যন্ত ৯৩টিরও বেশি জনমুখী প্রকল্প চালিয়ে যাচ্ছে ৷ এই বার্তা দিয়েই এ দিন এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী এদিন বলেন, “কেন্দ্র বারবার আত্মনির্ভরতার কথা বলে| কিন্তু বাস্তবে রাজ্যকেই সবকিছু করতে হচ্ছে । আমরা কোনও কিছুতে পিছিয়ে নেই । এবার আমরা পথে নামব মানুষের ছোট ছোট সমস্যার সমাধানে ৷” মুখ্যমন্ত্রীর কথায়, “অনেক সময় দেখা যায়, একটা জলের কল বসানো বা একটি বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার – এরকম ছোট ছোট সমস্যা থেকে যায় । এই প্রকল্প সেই সমস্যাগুলোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে ।”এই কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় আশি হাজার বুথ এলাকায় মাঠে নামবেন প্রশাসনিক আধিকারিকেরা । তিনটি বুথ মিলিয়ে এক একটি ইউনিট গঠন করা হবে । প্রতি ইউনিটে একদিন করে অবস্থান করবেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা । একাধিক দফতরের প্রতিনিধিরা থাকবেন সেই শিবিরে । স্থায়ীভাবে বসার জায়গা তৈরি করা হবে, যেখানে স্থানীয় মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন ।মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোট ছোট কাজের জন্য আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প। মানুষের প্রকল্পেও আমাদের সরকার পথে নামছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলেছেন, তা কিন্তু হয়নি। সারা দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। ৩টি করে বুথ নিয়ে একটি পাড়া হবে। একটি নির্দিষ্ট জায়গায় সমস্যা জানানো যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইনেও সমস্যা জানানো যাবে। স্থানীয় স্তরে সমস্যার সমাধানে আমাদের পাড়া, আমাদের সমাধান। পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদের সঙ্গেই এই কাজ করবে সরকার। ২ অগাস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। উপর থেকে নয়, নীচ থেকে মানুষের কথা শুনবে সরকার। নতুন এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ। স্থানীয় স্তরে সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকরা।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *