Breaking News

নিউটাউনের গেস্ট হাউসে দিনাজপুরের মহিলার রহস্যমৃত্যু,আটক পুরুষসঙ্গী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিউটাউনের গেস্ট হাউসে মিলল দক্ষিণ দিনাজপুরের এক মহিলার দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গেস্ট হাউস থেকে উদ্ধার হল এক মহিলার দেহ ৷ রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় মহিলার এক পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ ৷ মৃতের নাম ইতিকা মণ্ডল ৷ তদন্তে নেমে পুলিশের অনুমান, ইতিকাকে তাঁর পুরুষ সঙ্গী খুন করে থাকতে পারেন ৷ ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিশ্বজিৎ এবং ইতিকা স্বামী-স্ত্রী’র পরিচয়ে গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছিলেন ৷ তবে, তাঁরা স্বামী-স্ত্রী নন বলে জানা গিয়েছে ৷ ফলে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ আপাতত বিশ্বজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ৷
বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, উত্তর দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল ও ইতিকা দু’জনে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে নিউটাউনের এই গেস্ট হাউসে ওঠেন ৷ তবে, সেখানে তাঁরা কী নথি জমা দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে । সোমবার রাতেই তাঁরা গেস্ট হাউসে ঘর ভাড়া নেন ৷ এরপর মঙ্গলবার সকালে বিশ্বজিৎ তাঁর এক পরিচিতকে ফোন করে বলেন, ‘ইতিকা খুন হয়েছেন’ ৷ সেই কথা শুনে ওই ব্যক্তি নিউটাউন থানায় খবর দেয়৷ পুলিশ গেস্ট হাউসে গিয়ে ইতিকার দেহ উদ্ধার করে ৷ বিশ্বজিৎ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ৷বিশ্বজিৎকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷ তাঁর সঙ্গে মৃত ইতিকার কী সম্পর্ক ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ কেন তাঁরা নিউটাউনে এসেছিলেন এবং ওই গেস্ট হাউসে তাঁরা কী উদ্দেশ্যে উঠেছিলেন, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনায় ইতিকার দেহ দেখে তদন্তকারীদের অনুমান, তাঁকে খুন করা হয়েছে ৷ বিধান নগর কমিশনারেটের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই, মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *