Breaking News

ভারতীয় ন্যায় সংহিতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ,আরজি কর কাণ্ডের পর বাংলার বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাষ্ট্রপতি!

প্রসেনজিৎ ধর :-বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিল ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের মাধ্যমে এই বিলটি ফেরত এলো রাজ্য সরকারের কাছে ৷ রাজভবন সূত্রে জানা গিয়েছে, বিলের কয়েকটি অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের আপত্তি আছে৷ তাদের মনে হয়েছে, এই বিল ভারতীয় ন্যায় সংহিতায় ৬৪ ধারায় বর্ণিত ধর্ষণ এবং তার সঙ্গে জড়িত শাস্তির বিধানের কয়েকটি অংশের পরিপন্থী ৷রাজভবন সূত্রে খবর, প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। তাছাড়াও প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর ও সামঞ্জস্যহীন মনে করছে কেন্দ্র।এই বিলটি অতিশয় নিষ্ঠুর বলেও মনে করছে কেন্দ্র ৷ বিশেষ করে ফাঁসির সাজার ক্ষেত্রে অপরাজিতে বিলে যা বলা আছে তা নিয়ে প্রশ্ন তুলেছে মোদী সরকার ৷ অপরাজিত বিলে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার মৃত্যু হলে বা তিনি যদি এমন কোনও শারীরিক অবস্থায় চলে যান সেখান থেকে আর স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা সম্ভব নয়, তাহলে ধর্ষকের ফাঁসি হবে ৷ এই অংশ নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্র| তাদের মনে হয়েছে, এই বিল পাশ হলে তা সংবিধানের কয়েকটি ধারা এবং সুপ্রিম কোর্টের কিছু রায়ের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ হবে না ৷গত বছরের অগস্টে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন বসে বিধানসভায়। সেই অধিবেশনেই পাশ হয় ‘অপরাজিতা বিল ২০২৪’। তা অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজভবনে। বিধানসভার সূত্রে খবর, বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস বিবেচনার জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে কিছু প্রশ্ন তুলে |বিধানসভার এক আধিকারিক বলেন, ‘‘বিলটি এ বার রাজভবন থেকে আসবে বিধানসভার সচিবালয়ের কাছে। সচিবালয় থেকে বিলটি পাঠানো হবে নবান্নে। রাষ্ট্রপতি ভবন যে সব বিষয় নিয়ে রাজ‍্যপালের কাছে ব‍্যাখ‍্যা চেয়েছেন, সেই বিষয়ে রাজ‍্য সরকারের কাছে ব‍্যাখ‍্যা চাইবে রাজভবন।’’ এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অপরাজিতা বিল রাজ্যকে ফেরত পাঠালো কেন্দ্র? ধর্ষণ, খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? রাজভবন সূত্রে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এটা সত্য হলে তীব্র প্রতিবাদ থাকল। বিজেপির মানসিকতা কী, সেটা এ বার স্পষ্ট হল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *