দেবরীনা মণ্ডল সাহা :-এসএসসি-র নতুন পরীক্ষার সিদ্ধান্তে অনড় সুপ্রিম কোর্ট। এবার ওএমআর শিট প্রকাশ চেয়ে করা মামলাও খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। শুক্রবার মামলা খারিজ বিচারপতি সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চের।সিবিআই-এর কাছে থাকা ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার আবেদন জানান সুমন বিশ্বাস নামে এক চাকরি প্রার্থী । কিন্তু, আদালত মামলা খারিজ করে দেবে জানাতেই মামলা প্রত্যাহার করে নেন আবেদনকারী ৷ এদিন আদালতে সওয়াল-জবাব পর্বে আবেদনকারীর আইনজীবী বলেন, “চিহ্নিত নয় এমন অযোগ্যদের ওএমআর শিট প্রকাশের জন্য সিবিআই-কে নির্দেশ দিক আদালত ৷” উত্তরে বিচারপতি সূর্যকান্ত বলেন, “এসএসসি নিয়ে আদালত ইতিমধ্যে নির্দেশ জারি করেছে ৷ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছে ৷ এই বিষয়ে আর কোনও আবেদনের গ্রহণযোগ্যতা রয়েছে বলে আদালত মনে করছে না ৷ তাই এই আবেদন খারিজের সিদ্ধান্ত নিচ্ছে আদালত ৷”আবেদনকারীর আইনজীবী আবেদন শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোরও আর্জি জানান । কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “আদালত এই বিষয়ে নতুনভাবে নির্দেশ জারি করে জটিলতা তৈরির প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না ।” বাধ্য হয়ে মামলাকারীর আইনজীবী জানান, “খারিজ নয়, আমারা আবেদন প্রত্যাহার করছি ।”
Hindustan TV Bangla Bengali News Portal