দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একটি নির্মীয়মাণ বহুতল থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মঙ্গলবার সকালে শ্রমিকরা ও স্থানীয় দোকানদাররাই দেহটি পড়ে থাকতে দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়| কীভাবে মৃত্যু, কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কাশীপুরের এই ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর এলাকার রতনপুর ঘাটের কাছে ওই নির্মিয়মাণ বহুতলটিতেই থাকেন নির্মাণ শ্রমিকরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাতের বেলা ঘুমিয়ে থাকা অবস্থায় নীচে পড়ে যান ওই শ্রমিক। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এই ঘটনাই যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠছে, সেখানে থাকা বাকি শ্রমিকরা বিষয়টি নিয়ে কিছুই জানতে পারেলেন কেন। তাছাড়া ওই শ্রমিককে কেনই বা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল না। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। সোমবার রাতে ঠিক কী ঘটেছিল তা জানতে সেখানে থাকা বাকি শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ| ওই ব্যক্তিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Hindustan TV Bangla Bengali News Portal