Breaking News

বাংলাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি, সোশাল মিডিয়ায় পোস্ট মমতার!

প্রসেনজিৎ ধর :- বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর রিপোর্ট উদ্ধৃত করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।শনিবার তাদের সেই রিপোর্টের কথা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার কর্ণধার এলায়েন পিয়ারসনের বক্তব্য উঠে এসেছে সেই রিপোর্টে। তাঁর বক্তব্য, বিজেপি বাঙালিদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। অবৈধভাবে বসবাসকারী নামে যে কোনও নাগরিককে হেনস্তা চলছে। রিপোর্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে বিজেপি শাসিত অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশায় এমন ঘটনা বেশি ঘটছে।টুইটে তিনি উল্লেখ করেন, এইচআরডব্লিউ-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন পরিষ্কারভাবে বলেছেন, “বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশছাড়া করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে, এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক।” সংস্থার বক্তব্য, সরকারের ‘অনিয়মিত অভিবাসন’ মোকাবিলার দাবি বিশ্বাসযোগ্য নয়। এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বড়সড় আক্রমণ শানালেন। তাঁর অভিযোগ, “এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত। বাংলাভাষীদের সঙ্গে এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *