দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল পচাগলা দেহ। মৃত যুবকের নাম সুব্রত দে (৩৭)। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কিছু দিন আগেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, শেয়ারে টাকা বিনিয়োগ করে সেভাবে লাভ পাননি। প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সে কারণে মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।মাস চারেক আগে তিনি কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জন পল্লির একটি ফ্ল্যাট ভাড়া নেন । সেখানেই তিনি থাকতেন । পেশায় শেয়ার বাজারের কাজ করতেন বলে জানা গিয়েছে । সেখান থেকেই এদিন তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, চলতি সপ্তাহের প্রথম থেকেই তাঁর দেখা পাওয়া যাচ্ছিল না । গতকাল থেকেই সংশ্লিষ্ট ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ আসছিল । তাঁদের গতকাল সন্দেহ হয় । আজ সকালে ফ্ল্যাটের সামনে যাওয়া যাচ্ছিল না ৷ প্রচণ্ড গন্ধ আসার ফলে বাসিন্দাদের সন্দেহ হয় । তাঁরা একাধিকবার ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করার চেষ্টা করেন । কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল ।এর পর বাঁশদ্রোণী থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট ফ্ল্যাটের মালিককে খবর দেন । এরপরে মালিকের উপস্থিতিতে পুলিশ ও বাসিন্দারা ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন । দেখা যায় সুব্রত দে নামে ওই যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছেন । দেহটি প্রায় পচে গলে গন্ধ বের হচ্ছিল ৷ দেহটি প্রাথমিক ভাবে দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা| কিছুদিন আগে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন । এদিন বিষয়টি সামনে আসে । জানা গিয়েছে, যুবক শেয়ারে বাজারে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন। তাতে লোকসান হয়। তার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণে চরম সিদ্ধান্ত। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷”
Hindustan TV Bangla Bengali News Portal