দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চলতি মাসের শেষেই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । আগামী ৩০ ও ৩১ জুলাই কলকাতা ও নদিয়া জেলায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।বুধবার (৩০ জুলাই) দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা আসবেন রাষ্ট্রপতি। সেখান থেকে আকাশপথেই কল্যাণী রওনা দেবেন। কল্যাণী এইমস-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। কলকাতায় রাজভবনে রাত্রিবাস করবেন। ৩১ জুলাই সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে তাঁর। ওইদিন দুপুরেই রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে। সেই উপলক্ষে জননিরাপত্তা এবং যান চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রাফিক নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই দুই দিনে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই বিকেল সাড়ে চারটে থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর এভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।অন্যদিকে ৩১ জুলাই সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত আর আর এভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান নিয়ন্ত্রণ হবে। এছাড়া ৩০ জুন সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত দশটা পর্যন্ত রাজভবনের সামনের রাস্তা দিয়ে সব ধরনের ভারী গাড়ি চলাঃক বন্ধ রাখা হচ্ছে। উপরোক্ত রাস্তাগুলিতে ওই নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ পরিস্থিতি বুঝে যান চলাচল বন্ধ বা নির্দিষ্ট রুটে পরিবর্তিত করতে পারে।
Hindustan TV Bangla Bengali News Portal