Breaking News

বোলপুর থেকে শুরু মমতার ভাষা আন্দোলন!বোলপুর পৌঁছলেন মমতা, পথে উপহার পেলেন ছবি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-‘ভাষা আন্দোলনে’র নেতৃত্ব দিতে বোলপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ রাঙাবিতান পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান কোর কমিটির সদস্যরা। পথে কয়েকজন উপহার দেন একটি ছবি। আগামিকাল, সোমবার বেলা ১ টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।তারপর দুপুর দু’টোয় লজ মোড় থেকে মিছিল শুরু হবে। শান্তিনিকেতন রোড ধরে সেই মিছিল চৌরাস্তা পেরিয়ে শ্রীনিকেতন রোড হয়ে জামবুনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। সেখানেই সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটো থেকে মিছিল শুরু হওয়ার পর প্রতি রাস্তার মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক দল উপস্থিত থাকবে। গান, আবৃত্তি করে তারা বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ করবে বলে জানা গিয়েছে।প্রশাসনিক বৈঠকের সময় কবি জয়দেব রোডে একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সেতু নির্মাণের জেরে পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূমের সড়ক পথে যোগাযোগ আরও সহজ হবে। ৩৩ কিলোমিটার যাত্রাপথ কমবে। অন্যদিকে এই দিনই রামপুরহাটে বাবার পূজার্চনার মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগানো, নির্যাতনের বিরুদ্ধে পথে নামবেন তিনি। আগামিকাল বোলপুরের মাটি থেকে আন্দোলন শুরু করবেন মমতা। তাই রবিবার বিকেলেই কলকাতা থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা হন তিনি। পথে হুগলিতে দেখা করে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *