দেবরীনা মণ্ডল সাহা :-বকখালিতে সমুদ্রস্নানে নামাই কাল। জলের স্রোতে তলিয়ে গেলেন পর্যটক।এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। পুলিশ সূত্রে খবর ওই যুবকের নাম নিত্যানন্দ পাল (২৬)। সূত্রের খবর, নিত্যানন্দ ও তাঁর চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন। দুপুরে পাঁচ বন্ধু মিলে সমুদ্রস্নান করতে নামেন। এরপর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে নিত্যানন্দ তলিয়ে যান।অশোকনগর থানার অন্তর্গত গুমার বাসিন্দা ওই যুবক। বন্ধুদের সঙ্গে বকখালি বেড়াতে গিয়েছিলেন তিনি। বিকেলের দিকে সকলে মিলে সমুদ্রে পাড়ে ঘুরছিলেন তাঁরা। আচমকাই পুলিশের চোখ এড়িয়ে নেমে যান সমুদ্রে। এরপরই অঘটন। চারবন্ধুর চোখের সামনে স্রোতের টানে তলিয়ে যান যুবক। স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা প্রাথমিকভাবে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। এদিকে খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা-সহ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ প্রশাসন তল্লাশির কাজ শুরু করেন। বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার এফআইবি বোট নিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।এর আগে চলতি মাসের ১৪ তারিখে বকখালিতে এমনই এক ঘটনা ঘটে। স্নান করতে নেমে বকখালি সমুদ্র সৈকতে জোয়ারের জলে তলিয়ে যায় এক পর্যটক। পরে সেই দেহ উদ্ধার হয় পাতিবুনিয়ার কাছ থেকে।
Hindustan TV Bangla Bengali News Portal