প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রায় ৪ ঘণ্টা ঘরে আংশিকভাবে ব্যাহত কলকাতা মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত পুরোপুরি বন্ধ পরিষেবা। ফলে প্রবল ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে কোনও সমস্যা ছিল না ব্লু লাইনে। তবে দুপুরের পর থেকে সমস্যা দেখা দেয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করা শুরু হয়, কোনও ট্রেন যাবে না কবি সুভাষ পর্যন্ত। সেই কারণে ওই সময়ে দু’-একটি মেট্রো বাতিল করার সিদ্ধান্তও নেন কর্তৃপক্ষ। পরে ব্লু লাইনে মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করেন তাঁরা। মেট্রোর তরফে জানানো হয়, দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরামের (কবি সুভাষের আগের স্টেশন) মধ্যে মেট্রো চলাচল করবে।এবিষয়ে এখনও পর্যন্ত মেট্রোর তরফে কোনও সদুত্তর মেলেনি। উল্লেখ্য, আচমকা এত দীর্ঘ সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। প্রত্যেককেই ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।মেট্রোরেল কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘ইঞ্জিনিয়ারিং সমস্যার জন্য কবি সুভাষে কোনও গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। দুপুর পৌনে ১টা থেকে সমস্যা দেখা দিয়েছে। যখনই সম্পূর্ণ পথে মেট্রো চালানো সম্ভব হবে, জানিয়ে দেওয়া হবে।’’ তবে কত ক্ষণে সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। সমস্যা সমাধানের চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও সমস্যা নেই। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) থেকে কবি সুভাষ পর্যন্ত সময়সূচি মেনেই মেট্রো চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal