Breaking News

ফের স্বমহিমায় ‘কেষ্ট’!বোলপুরে জেলা কোর কমিটির বৈঠকে মমতা, কনভেনর হলেন অনুব্রত মণ্ডল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। বীরভূমে তৃণমূলের কোর কমিটির কনভেনর করা হল দলের প্রাক্তন জেলা সভাপতিকেই। সোমবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘রাঙাবিতানে’ ডেকে পাঠিয়েছিলেন কোর কমিটির সমস্ত সদস্যকে। ছিলেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রতও। সূত্রের খবর, ওই বৈঠকে মমতা ঠিক করে দেন কোর কমিটির আহ্বায়ক হবেন তাঁর স্নেহের কেষ্টই।গরুপাচার মামলায় অনুব্রত জেলবন্দি হওয়ার পর ২০২২ সালে জেলা সংগঠনের কাজকর্মের দেখভাল এবং পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেন তৃণমূলের সর্বময়নেত্রী মমতা। জামিনমুক্ত অনুব্রত জেলায় ফেরার পরেও সেই কোর কমিটিই কাজ চালাচ্ছিল। বস্তুত, মমতা বার বার বার্তা দিয়ে এসেছেন, বীরভূমে তাঁর দলের সংগঠনের সমস্ত ভার ওই কোর কমিটির উপরে। প্রথমে নয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছিল সিউড়ির বিকাশ রায়চৌধুরীকে। পরে ওই পদ খালি ছিল। চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মাস কয়েক আগে ওই কমিটির সম্প্রসারণ হয়। তাতে জায়গা দেওয়া হয় অনুব্রতকেও। এ ছাড়াও কমিটিতে রয়েছেন অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ প্রমুখ। তা ছাড়া দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মালও কোর কমিটির আমন্ত্রিত সদস্য। তাঁদের উপর জেলা সংগঠন চালানোর ভার পড়েছিল। এ বার সেই ‘গুরুদায়িত্ব’ তুলে দেওয়া হল কেষ্টর হাতেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *