দেবরীনা মণ্ডল সাহা :-‘‘বাংলায় ভোটার তালিকায় নাম বাদ দিয়ে দেখুন দামামা বাজিয়ে দেব”, বোলপুরে ভাষা সন্ত্রাসের প্রতিবাদ মঞ্চ থেকে কার্যত কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।পূর্বঘোষণামতো সোমবার দুপুরে বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু করেন তিনি। ঘড়ির কাঁটা তখন ২টো ছুঁইছুঁই। হাতে রবিঠাকুকেক ছবি, বাংলা বর্ণমালা, নেপথ্যে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় গান ‘আমি বাংলায় গান গাই।’ মমতার সঙ্গী বীরভূমের দলীয় সাংসদ শতাব্দী রায়, বোলপুরের অসিত মাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, জেলায় দলের কোর কমিটির সদস্যরা। ভিনরাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত বাঙালিদের উপর হেনস্তার অভিযোগ পেয়ে তার প্রতিকারে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ জুলাই থেকে নানুর দিবস থেকে জেলায় জেলায় ‘ভাষা আন্দোলন’ সংগঠিত করার নির্দেশ দিয়েছিলেন সেই একুশে জুলাইয়ের মঞ্চে। তাঁর কথামতো রবিবার বীরভূমের নানুরে ফিরহাদ হাকিম, মলয় ঘটকদের নেতৃত্বে লড়াইয়ের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়ে গিয়েছিল। আর সোমবার, বোলপুরের লালমাটির পথে হেঁটে জেলায় জেলায় সেই প্রতিবাদ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে দিলেন।পদযাত্রা শেষে জাম্বুনি বাসস্ট্যান্ডে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী । পরে একটি পথসভা করেন ৷ সভামঞ্চ থেকে কার্যত কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গুজরাতে বসে ভোটার লিস্ট তৈরি করছে ৷ বিজেপির এজেন্সি, ডবল ইঞ্জিন সরকারের এজেন্সিরা এসব করছে ৷ ভোটার তালিকা থেকে বাংলায় কারও নাম বাদ দিয়ে দেখুক । ছৌ-নৃত্য আছে, ঢোল আছে, শঙ্খধ্বনি আছে, দামামা বাজিয়ে দেব ৷ আমার অনুরোধ ভোটার তালিকা থেকে জেনুইন ভোটারদের নাম বাদ দেবেন না ।”তিনি আরও বলেন, “আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না ৷ অসমে সাত লক্ষ নাম বাদ দিয়েছিল । তাদের মধ্যে হিন্দুও ছিল ৷ এখানে হতে দেব না ৷ জো হাম সে টাকরায়ে গা চুর চুর হো জায়ে গা ।”ভোটার তালিকা সংশোধন নিয়ে সার্ভে করতে গেলে কী করা উচিত, ভাষা আন্দোলনের মঞ্চ থেকে তার নিদানও দেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “আমার বাংলার মা-বোনেরা, বাইরের কাজ করেন, ঘরেও হাতা-খুন্তি নিয়ে কাজ করেন । বাড়ি বাড়ি ভোটার তালিকার নিয়ে সার্ভে করতে হবে, কী করতে হবে বুঝে নিন ৷ হবে নাকি একটা খেলা ? আপনাদের মতো বন্দুক-গুলি নিয়ে যাব না । শঙ্খধ্বনি, উলুধ্বনি নিয়ে যাব ।”
Hindustan TV Bangla Bengali News Portal