Breaking News

আর্জিতে মিলল না সাড়া!স্ত্রী, পুত্র-সহ হাইকোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচাৰ্য,সাড়া দিল না হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু তাঁরা স্বস্তি পেল না। পরিবারের আর্জিতে সাড়া দিল না আদালত।আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে সোমবার ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পরের এক সপ্তাহের মধ্যে মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের উত্তর দিতে বলা হয়েছে।পাশাপাশি নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশের আর্জিও খারিজ করেছে হাইকোর্ট । উল্লেখ্য মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিক ভট্টাচার্য আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেয়েছেন । মানিক ভট্টাচার্যের স্ত্রী প্রথম কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান । পরে ছেলে শৌভিক সুপ্রিম কোর্ট থেকে জামিন পান । এরপর কলকাতা হাইকোর্ট থেকে মানিক ভট্টাচার্য জামিন পেলেও শর্ত হিসাবে নির্দেশে তাকে নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানানো হয়েছিল ।ফলে এই মামলায় সপরিবারে জামিন পেলেও নিম্ন আদালতের বিচারপর্বে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে । সেই জন্যই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁরা । তবে তাতে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট ।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালের অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *