Breaking News

সংসদে ‘SIR’ প্রতিবাদ!তৃণমূলের বিক্ষোভে সামিল ডেরেক-ঋতব্রত -মহুয়ারা

প্রসেনজিৎ ধর :-চলছে বাদল অধিবেশন। বিহারে SIR নিয়ে দফায় দফায় উত্তাল হচ্ছে সংসদ চলতি অধিবেশন। SIR বাতিলের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ইন্ডিয়া শিবিরের সাংসদেরা। আজ মঙ্গলবার সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে ফের SIR-এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদেরা।বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্যসচেতক নাদিমূল হক, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার সাংসদ বাপি হালদার ও মহুয়া মৈত্র। প্রত্যেকের হাতেই ছিল, ‘ভোট চুরি বন্ধ করো’, ‘Stop Vote Loot’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড। সংসদের মকরদ্বার থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করে তাঁরা স্লোগান দেন, ‘ভোট চুরি বন্ধ করো…’ ৷ সিপিআইএম (এল) সাংসদ সুদমা প্রসাদও তৃণমূল সাংসদদের এই বিক্ষোভে সামিল হন ৷ এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়- সংসদের বার্তা খুবই স্পষ্ট ৷ ভোট চুরি বন্ধ করতেই হবে ৷ ইন্ডিয়া শিবিরের অন্য সাংসদদের সঙ্গে আমাদের সাংসদরা একত্রে প্রতিবাদে সরব হলেন ৷দলের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাংসদদের পাশাপাশি একেবারে শুরু থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বীরভূমে একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বলেন, “গুজরাতে বসে ভোটার লিস্ট তৈরি করছে ৷ বিজেপির এজেন্সি, ডবল ইঞ্জিন সরকারের এজেন্সিরা এসব করছে ৷ ভোটার তালিকা থেকে বাংলায় কারও নাম বাদ দিয়ে দেখুক । ছৌ-নৃত্য আছে, ঢোল আছে, শঙ্খধ্বনি আছে, দামামা বাজিয়ে দেব ৷ আমার অনুরোধ ভোটার তালিকা থেকে জেনুইন ভোটারদের নাম বাদ দেবেন না ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *