দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের ভাতা মামলায় কলকাতার হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ। এবার ডিভিশন বেঞ্চে রাজ্য।সুপ্রিম কোর্টে রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর এই ভাতা ঘোষণা নিয়ে আদালতের দ্বারস্থ হন ২০১৬ সালে ওয়েটিং লিস্টে থাকা নিজেদের বঞ্চিত বলে দাবি করা চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়। শুনানির সময়ে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, চাকরিহারাদের কেন ভাতা দেওয়া হবে? একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ ছিল, যদি তাঁদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়, যাঁরা বেকার, তাঁরা কেন ভাতা পাবেন না। সেই যুক্তি দেখিয়েই ভাতা দেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে।এদিন রাজ্যের তরফে করা মামলায় বলা হয়েছে, জীবন ধারণের জন্যই এই ভাতার সিদ্ধান্ত। সেটা দেওয়ার অধিকার রয়েছে |
Hindustan TV Bangla Bengali News Portal