প্রসেনজিৎ ধর, হুগলি :- মুম্বইয়ে এক বাঙালি যুবতীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির চুঁচুড়া এলাকায়। মৃত যুবতী সঙ্গীতা চক্রবর্তী, বয়স (৩০),চুঁচুড়া পৌরসভার কারবালা মোড় এলাকার বাসিন্দা ও পেশায় একজন সঙ্গীত শিল্পী ছিলেন| সঙ্গীতা মুম্বইয়ের মানড়ি এলাকার একটি যোগাশ্রমে থাকতেন। জানা গেছে, গতকাল, সোমবার সেখানে একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে | খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী মঙ্গলবার ভোর রাতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন। যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া। এই ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে মৃত্যু ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন | সঙ্গীতার মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা চুঁচুড়া এলাকায়। প্রতিবেশীরা জানান, সঙ্গীতা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও সঙ্গীতপ্রেমী ছিলেন। এই বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত বলেন,”সঙ্গীতার এই আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। সে খুব ভালো মেয়ে ছিল, সঙ্গীতেও খুব প্রতিভাবান ছিল। তার এমন রহস্যজনক মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।” পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানা গেছে।
Hindustan TV Bangla Bengali News Portal