Breaking News

‘অপারেশন মহাদেবে’ খতম হওয়া জঙ্গিরাই পহেলগাঁও হামলার চক্রী,সংসদে শাহি বিবৃতি!

নিজস্ব সংবাদদাতা :- ২৪ ঘণ্টার পর অবশেষে সোমবারের ‘অপারেশন মহাদেব’ নিয়ে মুখ খুলল কেন্দ্র। এদিন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করলেন এরাই সেই তিন জঙ্গি। শ্রীনগরে সেনা অভিযানে তিন জঙ্গিকে খতম করার পর থেকেই প্রশ্ন উঠেছিল জঙ্গিদের ‘পরিচয়’ নিয়ে। অবশেষে সেই পরিচয় প্রকাশ্যে আনলেন শাহ।এই তিন জনের একজন সুলেমান মুসা ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুসা লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার এবং পলেহগাঁও কাণ্ডের মাস্টার মাইন্ড ৷ পহেলগাওঁয়ের পাশাপাশি সোনমার্গের কাছে গান্দেরবলের গগনগিরের হওয়া জঙ্গি হামলার সঙ্গেও তার যোগযোগ আছে ৷ গতবছর অক্টোবর মাসে এখানে জঙ্গিদের হাতে প্রাণ গিয়েছিল কয়েকজন শ্রমিকের ৷ নাশকতার সঙ্গে তার যোগাযোগের বহু প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে ৷ এছাড়া জিবরা ও হামজা আফগানি নামে আরও দুই জঙ্গিকে খতম করেছে সেনা ৷ এই দু’জনও লস্করের অন্যতম শীর্ষ জঙ্গি ৷জঙ্গিদের সন্ধান কীভাবে মিলল তাও তুলে ধরেন শাহ ৷ তিনি জানান, জঙ্গিদের খাবার থেকে শুরু করে জল দিয়ে যারা সাহায্য করেছিল আগে তাদের গ্রেফতার করা হয় ৷ একইসঙ্গে জঙ্গিদের সন্ধানও চলতে থাকে ৷ নিকেশ করার পর এই তিন জঙ্গির দেহ শ্রীনগরে নিয়ে আসা হয় ৷ ওই ধৃতরা জঙ্গিদের চিহ্নিত করেছে ৷ জঙ্গিদের থেকে এম ৯এবং একে ৪৭ রাইফেল পাওয়া গিয়েছে ৷ কমপক্ষে ৬ জন ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বন্দুকের গুলিতেই পহেলগাঁওয়ের পর্যটকদের প্রাণ গিয়েছে ৷ এই তিনজনের মধ্যে দু’জনের কাছে পাকিস্তানের পাসপোর্ট ও চকোলেট পাওয়া গিয়েছে ৷পাশাপাশি তিনি জানান, জঙ্গিদের নিকেশ করতে অপারেশন মহাদেব শুরু হয়েছে ৷ তাতে সোনার পাশাপাশি আধাসেনা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশও অংশ নিয়েছে ৷ লোকসভাকে মোদি সরকারের ‘নম্বর টু’ জানান, বৈসরণ উপত্যকায় যে সমস্ত জঙ্গিরা হামলা চালিয়েছে তাদের সন্ধান পেতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার আধিকারিকরা একাধিক কৌশলের আশ্রয় নিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে প্রথমেই বিভিন্ন এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়ছিল যাতে জঙ্গিরা কোনওভাবে দেশ ছেড়ে পালাতে না পারে ৷ সেই মতোই তারা কাজ করেছে ৷সংসদে এদিন অমিত শাহের ভাষণের পর তাঁর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে শাহের প্রশংসা করে তিনি লেখেন, ‘লোকসভায় অসাধারণ ভাষণে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ দিয়েছেন। এইসব অভিযান ভারতের মাটি থেকে জঙ্গিদের নিকেশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর ভাষণ সন্ত্রাসমুক্ত ভারতের লক্ষ্যে আমাদের সরকারের প্রচেষ্টার উপরও আলোকপাত করা করেছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *