Breaking News

মমতার অভিযোগের সত্যতা প্রমাণে ‘আক্রান্ত’দের সামনে আনল তৃণমূল!দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা :- মুখ্যমন্ত্রীর অভিযোগের সত্যতা প্রমাণে ‘দিল্লিতে আক্রান্ত’ মালদার পরিবারকে কলকাতায় সংবাদমাধ্যমের সামনে দাঁড় করাল তৃণমূল কংগ্রেস ৷ বাংলাভাষী হওয়ায় মালদহের পরিযায়ী শ্রমিকদের দিল্লি পুলিশ হেনস্তা করেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তাকে মিথ্যে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দেন তিনি ৷ তবে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশে মামলা করার পালটা হুঁশিয়ারি দেয় রাজ্যের শাসকদল ৷ আর তারপরই তৃণমূল নেতাদের সঙ্গে নিয়েই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার ৷দিল্লি পুলিশের অত্যাচারের শিকার মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক পরিবারের পাশে দাঁড়ল তৃণমূল ও রাজ্য সরকার। সেখানেই পুরমন্ত্রী জানালেন, ফিরে আসা এই পরিযায়ী শ্রমিক পরিবারের সব দায়িত্ব নেবে রাজ্য সরকার। বাংলার সাধারণ মানুষ যে পরিষেবা পান তা এই পরিবারকেও দেওয়া হবে। পুরমন্ত্রী ফিরহাদ বলেন, “ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি।” হেনস্তার শিকার পরিবার কলকাতা পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন একথা জানিয়ে দিলেন কুণাল ঘোষ। বুধবার তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মাঝে বসে সেই নির্যাতনের বর্ণনা দেন হেনস্তার শিকার সাজনুর পারভিন।’দিল্লিতে আক্রান্ত’ পরিবারের পাশে দাঁড়িয়ে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মালদার পরিযায়ী শ্রমিকদের হয়রানির ভিডিয়ো এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করার পর, দিল্লি পুলিশ তাঁকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে । আমরা এর তীব্র নিন্দা জানাই । দিল্লি পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে । এবার এই পরিবারটি কলকাতা পুলিশের কাছে দিল্লির পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে ৷ প্রথমত ওদের উপর অত্যাচার করেছে, তারপর আবার তা ধামাচাপা দিতে ব্যস্ত ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *