প্রসেনজিৎ ধর, কলকাতা :- আপ লাইনের চারটি পিলারে ফাটলের জেরে সোমবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। এর পরেই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপ লাইন ভেঙে ফেলে পুনর্নির্মান করা হবে। এই কাজ শেষ হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে।পনেরো বছর আগে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়। তার মধ্যেই সোমবার পিলারে ফাটল দেখা যায়। আপ লাইনে ৪টি পিলারে ধরল ফাটল, বসে গেল প্ল্যাটফর্ম, লাইনও অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয় মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে। কবে থেকে ফের কবি সুভাষ থেকে মেট্রো চলবে? কিন্তু কেন এইরকম হল?মেট্রো রেলওয়ে মেন্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সুজিত ঘোষ বলেন, “নিঃসন্দেহে কবি সুভাষ মেট্রো স্টেশন ব্লু লাইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন ৷ তাই এই স্টেশনটি বন্ধ থাকলে যাত্রীদের যে সমস্যার মুখে পড়তে হবে, সেটা আর বলে দিতে হবে না ৷ ইউনিয়নও যাত্রীদের নিয়ে চিন্তিত ৷ যাঁরা ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং লাইন থেকে আসেন, তাঁরা এই স্টেশন ব্যবহার করেন ৷ শুরুর সময় থেকেই এই স্টেশনের নির্মাণ নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন ছিল ৷ কারণ শোনা যায় যে, জলাজমি ভরাট করে এই স্টেশনটি তৈরি করা হয়েছিল ৷”কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, “বৃষ্টির জেরেই ধস নেমে কলামের নীচের মাটি নরম হয়ে গেছে ৷ যার ফলে আপ লাইনের প্ল্যাটফর্মের চারটি কলামে ফাটল দেখা দেয় ৷ তাই যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই গোটা স্টেশনটি বন্ধ রাখা হয়েছে ৷” তিনি আরও বলেন, “মেট্রো ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন ৷ সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে যে, ওই চারটি কলাম মেরামত করতে হবে, নাকি স্টেশনের আরও কোনও অংশ মেরামতির প্রয়োজন রয়েছে ৷ তারপর কাজ শুরু করা হবে ৷ তাই এই মুহূর্তে বলা সম্ভব নয় যে, আবার ঠিক কবে থেকে এই স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হবে৷”
Hindustan TV Bangla Bengali News Portal