প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার থেকে বাংলা ভাষার উপর আক্রমণ প্রসঙ্গে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বৃহস্পতিবার তিনি বলেন, “একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, তা অনেক সময় পায় না ৷ অবহেলিত হলে নিশ্চয়, তা বন্ধ করতে হবে ।” বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’ নোবেলজয়ীর মত, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে।’’ অমর্ত্যের বক্তব্য, সংবিধানেও বলা রয়েছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপরেই অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।নোবেলজয়ীর মত, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে।’’ অমর্ত্যের বক্তব্য, সংবিধানেও বলা রয়েছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপরেই অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।
Hindustan TV Bangla Bengali News Portal