Breaking News

বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর! দুর্গাপুজোর অনুদান বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার,৮০ শতাংশ ছাড় বিদ্যুৎ বিলেও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঘোষণা করেছিলেন এবছরে দুর্গাপুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থির অনুদান দেবেন। কিন্তু আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ঘোষণা করলেন চলতি বছরে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে ১লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। সঙ্গে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো কমিটিগুলির বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি ফি মকুব করা হবে।সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরও ঘোষণা করেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল। ২০২৪ সালে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, এরপর সরকারি অনুদানের পরিমাণ লাখ টাকা করে দেবেন। সেইমতো উদ্যোক্তারাও আশায় ছিলেন। তবে মুখ্যমন্ত্রী আশাপূরণের অতিরিক্ত কিছু ঘোষণা করলেন। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে মজা করেই বললেন, ”এবার ৯০ হাজার থাক। নাহলে ৯৫ হাজার।” এই প্রস্তাবে উদ্যোক্তারা নারাজ হওয়ায় হেসে মুখ্যমন্ত্রী বলেন, ”আচ্ছা, এক লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হবে। কলকাতা এবং জেলার সব পুজো এই অনুদান পাবে। সকলে খুব ভালো করে পুজো করুন। তবে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটিতে বিশেষ নজর রাখতে হবে।” এদিনের বৈঠকে পুজো কমিটিগুলির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। সেখানেই এই ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর দাবি, দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি ও অর্থনীতির অঙ্গ। “এই সময় শিল্প ও বাণিজ্যে ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়। লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে এই উৎসবকে ঘিরে” বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছে রাজ্য। প্রথমে ২৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই অঙ্ক বেড়েছে। এবারে সেই অঙ্ক পৌঁছল ১ লক্ষ ১০ হাজারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *