Breaking News

চার সাংগঠনিক জেলায় সভাপতি ঘোষণা করল বিজেপি!তিন জেলায় বদল, বহাল থাকলেন ঘাটালের তন্ময়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বুধবার শমীক ভট্টাচাৰ্য চার সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম ঘোষণা করলেন | ১ অগস্ট থেকেই নতুন রাজ্য কমিটি গঠন তথা সাধারণ সম্পাদক-সহ অন্য পদাধিকারীদের নাম চূড়ান্ত করার ব্যাপারে বৈঠক চলছে রাজ্য বিজেপির। সেখানেই ২৬-এর নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ চার সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে।বুধবার প্রকাশিত তালিকায় দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ এবং ঘাটাল— এই চার জেলায় নতুন সভাপতির নাম জানানো হয়। এর মধ্যে তিনটি জেলাতেই সভাপতি বদল করা হয়েছে। একমাত্র ঘাটালেই পুরনো সভাপতি তন্ময় দাসকে ফের ওই পদে রাখা হয়েছে।দার্জিলিং জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জীব তামাংকে। পাহাড়ে বিজেপির সাংগঠনিক ঘুঁটি সাজানোয় মুখ্য ভূমিকা পালন করেছেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা। দার্জিলিংয়ে সভাপতির পছন্দেও তাঁর মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। ব্যারাকপুরে সভাপতির দায়িত্ব পেলেন তাপস ঘোষ। যুব মোর্চা থেকে উঠে আসা তাপস এক সময় সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। পরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। দলের একাংশের মতে, ব্যারাকপুরে তাঁকে বেছে নেওয়ার ক্ষেত্রে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহেরও সম্মতি ছিল।অন্য দিকে, ঘাটাল সাংগঠনিক জেলায় কোনও পরিবর্তন হয়নি। আগের সভাপতি তন্ময় দাসই বহাল রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তন্ময়কে বদলানোর আলোচনা শুরু হলেও শেষমেশ কোনও সর্বসম্মত বিকল্প উঠে আসেনি বলেই দলীয় সূত্রের ব্যাখ্যা। ফলে তিনিই সভাপতি পদে বহাল থাকছেন।বনগাঁ সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিকাশ ঘোষকে। স্থানীয় সাংসদ ও মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বলেই তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে দাবি। শমীক সভাপতি হয়ে আসার পর বিজেপিতে পুরনোদের গুরুত্ব বাড়তে চলেছে। আরএসএসের দেওয়া ফরমুলাতেই নতুন রাজ্য কমিটি হতে চলেছে বঙ্গ বিজেপির। যেখানে ৬০ শতাংশের বেশি পুরনো নেতৃত্ব ও সংঘ ঘনিষ্ঠরা জায়গা পাবেন। ৪০ শতাংশের মতো রাখা হবে দলের নতুনদের মধ্যে থেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *