Breaking News

‘কে কোথায় কী করছেন, সব নজরে রাখা হচ্ছে’, বৈঠকে মালদহ নেতৃত্বকে হুঁশিয়ারি অভিষেকের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জেলাওয়াড়ি সাংগঠনিক বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবার ক্যামাক স্ট্রিটের দফতরে মালদহ ও জলপাইগুড়ি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই জেলার তৃণমূল নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন বৈঠক শুরু হতেই জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি প্রসঙ্গে নেতাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “মানুষের কাছে যান। মানুষের পাশে থাকুন। সমাজের সবস্তরের মানুষের কথা শুনুন।” সেখানেই মালদহের নেতাদের গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দেন অভিষেক। বলেন, “দলের কে, কোথায়, কী করছেন সব নজরে রাখা হচ্ছে। তবে মনে রাখবেন গণ্ডগোল করলে ব্যবস্থা নেওয়া হবে।” বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “অন্তর্কলহের জন্য খারাপ রেজাল্ট হয়েছে। মানিকচক বিধানসভার গোপালপুরে যারা গণ্ডগোল করেছেন তাঁদের সাসপেন্ড করা হবে।”উত্তরবঙ্গের নেতাদের এদিন বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দেন অভিষেক। উত্তরের ৪ টি জেতা আসন ধরে রাখাই শুধু নয়, বাকি তিনটি আসনে জয় ছিনিয়ে আনতে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ব্লকস্তরে রদবদলের কথাও জানিয়েছেন তৃণমূল সেনাপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *