নিজস্ব সংবাদদাতা :- ভোটার তালিকার এসআইআর নিয়ে ফের হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন জেলায় জেলায় তাঁর নেতৃত্বে শুরু হয়েছে ভাষা আন্দোলন। এই দিন ঝাড়গ্রামের মঞ্চ থেকে চরম বার্তা দিলেন তৃণমূলনেত্রী। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দিতে হলে তাঁর দেহ পেরিয়ে যেতে হবে বলে সাবধান করলেন ‘দিদি’। ২০২৬ সালের ভোটের আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপিকে একরকম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ঝাড়গ্রামে পথে নেমে বললেন, “এনআরসি মানছি না, মানব না।” নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে হুঙ্কার ছেড়ে মমতা বলেন, “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।” পাশাপাশি, বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধি কাছে অসম সরকারের এনআরসির নোটিস পাঠানো নিয়ে ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।” এই রমক চিঠি ভবিষ্যতে পেলে নাগরিকদের যেতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলার বাসিন্দা ও নির্বাচিত প্রতিনিধিদের কাছে সম্প্রতি অসম সরকার এনআরসি-র নোটিশ পাঠিয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ওটা বেআইনি। গণন্ত্রণ বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।’ পাশাপাশি এই দিন নাগরিকদের এরকম চিঠি পেলে যেতে নিষেধ করে দেন।
Hindustan TV Bangla Bengali News Portal