Breaking News

জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিজেপিতে ফের অসন্তোষ,জিতেন্দ্রকে সমর্থন নয়,নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি দিয়ে দেওয়াল লিখন বিজেপির একাংশের

সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- গেরুয়া শিবিরে যোগদান করে নিজের এলাকাতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি | জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়ার জের,প্রকাশ্যে বিজেপির দ্বন্দ্ব | পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে ভোটে জেতান! লেখাগুলিই বুঝিয়ে দিচ্ছে, গেরুয়া শিবিরের কোন্দল এবার ফুটে উঠল দেওয়ালেও | মঙ্গলবার ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র | আসন্ন বিধানসভা নির্বাচনে জিতেন্দ্র তিওয়ারিকে কি প্রার্থী করবে বিজেপি? এই জল্পনা শুরু হতেই বিরোধিতায় সরব হয়েছেন গেরুয়া শিবিরের একাংশ | জিতেন্দ্রকে প্রার্থী করলে, তাঁর বিপরীতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা | পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বহুলা ও লাউদোহায় দেওয়ালও লিখতে শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীদের একাংশ | জিতেন্দ্র-বিরোধী শিবিরের বিজেপি কর্মী তুষারকান্তি পাল বলেছেন, ‘জিতেন্দ্র তিওয়ারি ১০ বছর ধরে আমাদের উপর অত্যাচার করেছে, পার্টি অফিস ভাঙচুর করেছে। ওকে মেনে নেব কেন? তৃণমূলের পাপ আমরা মাথায় নিতে পারব না | দরকার হলে নির্দল প্রার্থীকে দাঁড় করাব | জিতেন্দ্র তিওয়ারিকে কি আর বসিয়ে রাখার জন্য দলে নিচ্ছে? প্রার্থী তো করবেই |’ অন্যদিকে পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক শ্রীরূপ চক্রবর্তী অবশ্য বলেছেন, ‘রাজ্য নেতৃত্বের উপর আস্থা রাখুন | এখনই আস্থা হারিয়ে যাওয়ার মতো কিছু নেই | ধৈর্য রাখুন, দলে ঢোকা মানেই প্রার্থী হওয়া নয় |’ ফের বিজেপির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালেন জিতেন্দ্র তিওয়ারি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *