Breaking News

অবশেষে কাটল জট, বিধানসভা ভোটে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের আসনরফা চূড়ান্ত

প্রসেনজিৎ ধর :- অবশেষে বামফ্রন্ট-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জোটের জট কাটল | গত কয়েক দিন দফায় দফায় বৈঠকের পর কার্যত সম্পূর্ণ হয়ে গেল জোট প্রক্রিয়া | জোট শিবির সূত্রের খবর, ১৬৫, ৯২, ৩৭, এই সূত্র অনুযায়ী জোটের তিন শরিকের রফা হয়েছে | অর্থাৎ সবচেয়ে বড় শরিক বামফ্রন্ট লড়বে ১৬৫ আসনে | নিজেদের দাবি মতো কংগ্রেস পাচ্ছে ৯২টি আসনই | অন্যদিকে, আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করবে ৩৭ আসনে| বাম শরিকদের মধ্যে বৃহত্তম দল সিপিএম একাই লড়বে ১৩০ আসনে|| দ্বিতীয় বৃহত্তম বাম দল ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫ আসনে | আরএসপির ভাগে পড়েছে ১১টি আসনে | সিপিআই প্রার্থী দেবে ৯টি আসন | সূত্রের খবর জোট নিয়ে গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সঙ্গে সিপিএম সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে ফোনে কথা হয়েছে | বৃহস্পতিবার কলকাতায় অধীর রঞ্জন চৌধুরী ফিরলে আজ সাংবাদিক মুখোমুখি হতে পারেন বলে খবর |সূত্রের খবর, আব্বাসের দল এখনও অখুশি আসন নিয়ে | কারণ তাঁরা যে ৩৭টি আসন পাচ্ছে তাঁর মধ্যে উত্তরবঙ্গের আরও তিনটি আসন দাবি রয়েছে | কিন্তু কংগ্রেস তাঁদের ওই আসনগুলি ছাড়তে নারাজ | আব্বাসের আইএসএফ মালদা জেলায় একটি এবং উত্তরবঙ্গের আরও দুটি আসন পেতে চাইছে | রফাসূত্র হিসেবে তাঁরা বর্তমান আসনের যেকোনও তিনটি আসন ছাড়তে রাজি | যদিও এই আসনগুলি নিয়ে আলোচনা এখনও চলছে | অপরদিকে পুরুলিয়ায় আসন রফা নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সামান্য দ্বন্দ্ব রয়েছে বলেই জানা যাচ্ছে| তবে সংযুক্ত মোর্চার সব পক্ষই জানাচ্ছে জোট মোটামুটি চূড়ান্ত | সামান্য যা সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *