নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- নবান্ন অভিযানে আহত আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের মাকে দেখতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ, নির্যাতিতার বাবা এবং মাকে খুনের চক্রান্ত করেছিল পুলিশ৷মেয়ের মৃত্যুর একবছর পর সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আর জি করে নির্যাতিতার পরিবার। শনিবার, সেই প্রতিবাদে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়লেন অভয়ার মা। অভিযোগ, পার্ক স্ট্রিটে প্রতিবাদীদের আন্দোলন দমনের নামে পুলিশের লাঠির আঘাত লেগেছে তাঁর মাথায়। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে| অভয়ার মায়ের এই আহত হওয়ার নেপথ্যে অবশ্য শুধুমাত্র পুলিশকে নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন অভয়া মঞ্চের সদস্যরা। এদিন দুপুরে পার্ক স্ট্রিটে ঝামেলার পরপরই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন, অভয়ার মা-বাবাকে নিয়ে রাজনীতি করেছে বিজেপি| অভয়ার মায়ের আহত হওয়ার নেপথ্যে তিনি নাম না করে বিজেপির তরুণ নেতা কৌস্তভ বাগচীকে দায়ী করেছিলেন| পরে প্রায় তাঁর সুরই শোনা গেল অভয়া মঞ্চের সদস্যদের বক্তব্যে।নবান্ন অভিযানকে কেন্দ্র করে এ দিন রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা এবং হাওড়ার বিভিন্ন অংশ৷ পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে যোগ দিতে যাওয়ার পথে নির্যাতিতার বাবা-মায়ের উপরেও পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ ওঠে| নির্যাতিতার মা অভিযোগ করেন, মহিলা পুলিশ তাঁকে মাটিতে ফেলে মেরেছে| তাঁর কপালে, পিঠে আঘাত লেগেছে৷ পুলিশের বিরুদ্ধে তাঁদের মারধরের অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবাও| আহত অবস্থায় নির্যাতিতার মাকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বিকেলে সেখানেই তাঁকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷নির্যাতিতার মাকে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা | কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে বর্তমান নগরপাল মনোজ ভার্মা বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা বলেন, ‘বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ ভার্মা| আমি বলছি, এরা দুই সাক্ষীকে শেষ করতে চেয়েছিল| যাতে মামলাটাই বন্ধ হয়ে যায় | অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে এরা ভয় পেয়েছে| দেখছে এঁরা দুজন (নির্যাতিতার বাবা মা) তো নাছোরবান্দা| বিনীত গোয়েল, সন্দীপ ঘোষের মোবাইল ঠিক মতো তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়াবে৷ হিংস্র কুকুরের মতো পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে |আমাদের কাছে তো ইট, পাথর ছিল না| পুলিশ টিয়ার গ্যাস, রবার বুলেট সব নিয়ে এসেছিল| রাজীব কুমার আর মনোজ ভার্মার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল |’
Hindustan TV Bangla Bengali News Portal