দেবরীনা মণ্ডল সাহা :- পুজোর মরশুমে রেলের বিরাট ঘোষণা। এবার ট্রেনের টিকিট কাটলেই মিলবে বিরাট ডিসকাউন্ট। ভারতীয় রেলের তরফে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে টিকিটে বড়সড় ছাড়ের ঘোষণা করা হল। এতে বিশাল উপকৃত হবেন পর্যটকরা।পুজোর মরশুমে যাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারের ডালি নিয়ে হাজির রেল। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এই অফার শুধু মাত্র উৎসবের মরশুমের জন্যই। তবে কিছু শর্ত দিয়েছে রেল। সেগুলি মানলেই এই ছাড় পাওয়া যাবে। একই সঙ্গে রিটার্ন টিকিট কাটতে হবে। একই সেকশনের টিকিট কাটতে হবে অর্থাৎ যাওয়ার সময় স্লিপার ক্লাসের টিকিট করলে, ফিরে আসার সময়ও স্লিপার ক্লাসেই টিকিট কাটতে হবে। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত এই রাউন্ড ট্রিপের সুবিধা পাওয়া যাবে। ভারতীয় রেলের বিবৃতি অনুযায়ী, আগামী ১৪ অগস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে। ১৩ অক্টোবর বা তার পরে যাদের ভ্রমণের পরিকল্পনা, তারা ১৪ অগস্ট থেকে এই প্যাকেজের অধীনে টিকিট কাটতে পারবেন। রিটার্ন টিকিটও ওই সময়ই কাটতে পারবেন। ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের সময়সীমার জন্য রিটার্ন টিকিট বুক করা যাবে। এক্ষেত্রে রিটার্ন টিকিটে অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম কার্যকর হবে না। দুই পিঠের যাতায়াতের টিকিট কনফার্ম হলেই রাউন্ড ট্রিপ প্যাকেজের সুবিধা পাওয়া যাবে। সেক্ষেত্রে টিকিট বুক করলেই বেসিক ফেয়ারের উপরে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। রেল ডিসকাউন্ট কুপন, ভাউচার বা রেল পাসও কার্যকর হবে না এই প্যাকেজে টিকিট বুক করলে।
Hindustan TV Bangla Bengali News Portal