Breaking News

‘দিদিকেও অনেক উল্টোপাল্টা কথা বলেছি…’রাখির দিনে অনুতপ্ত ভাই কল্যাণ বন্দোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, হুগলি:- রাখির দিন ‘দিদি’র আশীর্বাদ পেয়ে অনুতাপে কার্যত ভেঙে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, ”মহুয়া মৈত্র আমার কাছে কোনও বিষয় নয়। এনার্জি নষ্ট করেছি। দিদিকেও (মমতা বন্দ্যোপাধ্যায়) উলটোপালটা বলে ফেলেছি। এটা না বললেই বোধহয় ভালো হতো।” এও জানালেন যে রাখিতে ‘দিদি’ তাঁকে একবার নয়, তিনবার আশীর্বাদ করেছেন। তাতেই আপ্লুত শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ। সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে একাধিক বার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল। এ বার তা নিয়ে রাখিবন্ধনের দিনে অনুতাপ প্রকাশ করলেন কল্যাণ। শনিবার কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কল্যাণ বলেন, ‘দিদিকে প্রণাম জানিয়েছি, একবার নয় দিদি তিন বার আশীর্বাদ করেছে।’ তাঁর আক্ষেপ, ‘দিদিকেও অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি। এটা না বললেই হয়ত ভালো হতো।’এদিন, সাংবাদিকরা মহুয়া ইস্যু নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন। তখন প্রথমেই তিনি জানান, মহুয়া মৈত্র তাঁর কাছে ‘সাবজেক্ট ম্যাটার নয়’। তাই তাঁকে নিয়ে কোনও রকম মন্তব্য করতেও চান না তিনি। কারণ এই সংক্রান্ত বিষয় বেশি ভাবলে অহেতুক সময় নষ্ট হচ্ছে তাঁর। এরপর তৃণমূল সাংসদ বলেন, “আমার কাছে একটা জুনিয়র অ্যাডভোকেট ভাই আছে,আমাকে একটা টেক্সট করেছিল। সেটা থেকে আমি কিছুটা অনুপ্রাণিত হয়ে একটুখানি বুঝতে পেরেছি মহুয়া মৈত্র এখন আমার কাছে কোন সাবজেক্ট ম্যাটার নয়। যে ওকে নিয়ে কথা বলব।”গত সপ্তাহে কার্যত নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যার জেরে অভিমানে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। সেই পদত্যাগপত্র গৃহীতও হয়। সেই তরজার মাঝে সোশাল মিডিয়া পোস্টে মহুয়াকে নিশানা করার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও বেশ কিছু বার্তা দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। এখন সেসব নিয়ে কার্যত হাহাকার করছেন তিনি! শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, ”মহুয়া মৈত্র আমার বিষয় নয়। অনেক সময়, শক্তি এরকম একজন মহিলার জন্য নষ্ট করেছি। তার জন্য অনেকের কাছে খারাপ হয়েছি, দিদিকেও উলটোপালটা বলে ফেলেছি। এটা না বললেই বোধহয় ভালো হতো।”কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, ”সকাল থেকে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) রাখি নিয়ে তিনবার আশীর্বাদ করেছে, আমিও তাকে প্রণাম জানিয়েছি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *