প্রসেনজিৎ ধর, কলকাতা :- নবান্ন অভিযান চলাকালীন পুলিশের উদ্দেশে কটূক্তি করার অভিযোগে এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, আগামী ১৭ অগস্ট নিউ মার্কেট থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। গত ৯ অগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা নবান্ন অভিযানে যোগ দিতে শহরে আসেন। আন্দোলনের দিন পার্কস্ট্রিট সংলগ্ন এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষপর্যন্ত লাঠিচার্জ করে পুলিশ। এই বিশৃঙ্খলার মাঝেই অশোক দিন্দা পুলিশের বিরুদ্ধে কটূক্তি ও হুমকির মতো মন্তব্য করেন বলে অভিযোগ।আরজি কর কাণ্ডের একবছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশও প্রতিরোধ করেছিল। এদিন সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার হেড কোয়ার্টার মিরাজ খালেদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। সেদিনের ঘটনায় মোট পাঁচজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানানো হয়েছে। পুলিশের উপর আক্রমণের একাধিক ভিডিও ও ফুটেজ দেখানো হয় লালবাজার থেকে।ঘটনার পর থেকেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, আইন ভাঙা ও প্ররোচনামূলক আচরণের জন্য দায়ীদের বিরুদ্ধে এফআইআর করা হবে। সেই প্রক্রিয়াতেই তলব করা হয়েছে বিজেপি বিধায়ককে।অন্যদিকে, ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পুলিশ পরিবারের মহিলা সদস্যরা সাংবাদিক সম্মেলন করার কথা জানান। পরে তাঁরা মিছিল নিয়ে গান্ধীমূর্তির সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি সূত্রের দাবি, আন্দোলনে অংশ নেওয়া নেতাদের বিরুদ্ধে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে মামলা করছে। অন্যদিকে, পুলিশের বক্তব্য, আইন ভাঙলে রাজনৈতিক পরিচয় নয়, আইনের বিধানই মানা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal