Breaking News

নির্দেশ মানেনি রাজ্য!নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ৪ অফিসারকে সাসপেন্ড না করায় মুখ্যসচিবকে তলব নির্বাচন কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার মধ্যে তাঁকে কমিশনের সদর দফতর, নির্বাচন সদনে সশরীরে হাজির হতে বলা হয়েছে। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে টানাপড়েন চলছে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের মধ্যে। এই আবহে পন্থকে দিল্লিতে তলব করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর, বুধবার সকালের বিমানেই দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব।ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ৪ সরকারি অফিসারদের সাসপেন্ড করে রিপোর্ট দেওয়ার জন্য় রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। অবিলম্বে ব্যবস্থা নিয়ে, মঙ্গলবার দুপুর ৩টের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিবকে । সেখানে নির্ধারিত সময়সীমার চিঠির উত্তর দেন মুখ্যসচিব। কিন্তু কমিশন রাজ্য সরকারের ৪ অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিলেও, তা মানছে না রাজ্য সরকার। এই ৪ জন হলেন, বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল, ময়নার ERO বিপ্লব সরকার, AERO সুদীপ্ত দাস। এই ৪ অফিসারকে সাসপেন্ড করে FIR দায়ের করতে বলেছিল কমিশন। কিন্তু রাজ্য এখন এই অফিসারদের সাসপেনশন বা FIR-এর নির্দেশ মানছে না। শুধু ভোটের কাজ থেকে সরানো হয় এক AERO ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে। এরপরেই কমিশনের এই পদক্ষেপ। জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে মুখ্যসচিব লেখেন, নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর, এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। চিঠির শেষে লেখা ছিল, প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার AERO সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানায়, তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *