Breaking News

সন্দেহজনক হাঁটাচলা,তল্লাশি করতেই পাওয়া গেল অস্ত্র!তাড়া করে যুবককে ধরল পুলিশ,জামার ভিতরে মিলল আগ্নেয়াস্ত্র

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-বেলেঘাটা রোড থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করল শিয়ালদহ ট্রাফিক গার্ড | পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকার ও কেজিএইচ কর্মী সুজিত খানড়া বেলেঘাটা রোডে ডিউটিতে ছিলেন। তাঁদের নজরে আসে, সন্দেহজনক ভঙ্গিতে এক ব্যক্তি হাঁটছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবতের নাম পঙ্কজ বিশ্বাস। ৩০ বছর বয়সি ওই যুবক পটারি রোড এলাকার বাসিন্দা। বুধবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের অদূরে বেলেঘাটা রোডের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন পঙ্কজ। সেসময় সেখানে ডিউটি করছিলেন শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের হোমগার্ড সুজিত খাঁড়া এবং সার্জেন্ট হিরণ্ময় সরকার। তাঁরা দেখেন, এক যুবক সন্দেহজনক ভাবে তাঁদের দিকে তাকাচ্ছে। চোখাচোখি হতেই পালানোর চেষ্টা করেন ওই যুবক। তাড়া করে তাঁকে ধরে ফেলেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা। তল্লাশিতে তাঁর জামার ভিতর থেকে লুকোনো একটি দেশি আগ্নেয়াস্ত্র মেলে। এর পরেই তাঁকে এন্টালি থানার হাতে তুলে দেওয়া হয়।জিজ্ঞাসাবাদের পর সকাল ৭টা নাগাদ ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি অচল অবস্থায় পাওয়া গিয়েছে। সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে ওই অস্ত্র তাঁর কাছে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *