প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাত পোহালেই ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবস। তার আগে বৃহস্পতিবার বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালার মঞ্চ থেকেই স্মরণ করালেন দেশের স্বাধীনতায় বাংলার অবদান। সেইসঙ্গে SIR (ভোটার তালিকার নিবিড় সংশোধন), আধার কার্ড-সহ একাধিক বিষয়ে কেন্দ্রকে ফের তোপ দাগলেন মমতা|বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি কোনও রাজ্য সবচেয়ে বেশি অংশ নেয়, তা হল বাংলা। এখানেই স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা সবচেয়ে বেশি। বাংলার সেই অবদান ইদানিং অনেকে ভুলে যাচ্ছেন বলে অভিযোগের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। মনে করিয়ে দিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন অনুপ্রেরণামূলক গানের কথা। সেসব গান যে বাঙালিরই তৈরি, তাও উল্লেখ করলেন। স্মরণ করলেন স্বামী বিবেকানন্দ, নেতাজির অবদান।স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে ১৫ আগস্ট বাংলায় প্যারেড হত না। আমরা একমাত্র রাজ্য যারা স্বাধীনতা দিবসে প্যারেড করি। সেখানে সকলে অংশ নেয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শ্রদ্ধা ও প্রণাম জানাই তাদের যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। বাংলা নিয়ে গর্ব করার অনেক কারণ আছে। স্বাধীনতা আন্দোলনে যদি কেউ সব থেকে বেশি জীবন দিয়ে থাকে সেটা এই বাংলা। ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে সবচেয়ে বেশি এই বাঙালিরা। বাংলার এই মাটি সোনার মাটি।’’মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতার পাশাপাশি নাগরিকের স্বাধীনতার কথা মনে করিয়ে বলেন, ‘‘আমরা কারও স্বাধীনতা কেড়ে নিতে দেব না। কাউকে কাড়তে দেব না। কারও নাগরিকত্ব অধিকার কাড়তে দেব না। আমি আমার প্রতিবাদ আজ জানিয়ে গেলাম। যার যা বোঝার বুঝে নিন। লড়াই অনেক করেছি। আবার করব। কারও অধিকার কেড়ে নিতে দেবো না। যতদিন বাঁচব লড়াই করে থাকব। দেশের সেরা বাংলা। অধিকারের লড়াই লড়ব। মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না।এটা আজকের দিনে আমাদের শপথ। যতদিন বাঁচব লড়াই করে বাঁচব।লড়াইটাই জীবনের সংগ্রাম।’’
Hindustan TV Bangla Bengali News Portal