নিজস্ব সংবাদদাতা, কলকাতা:-কলকাতা হাইকোর্টে বিজেপি বিধায়ক অশোক দিন্দার আগাম জামিন মঞ্জুর। নবান্ন অভিযানে পুলিশকে হুমকির মামলায় আগাম জামিন মঞ্জুর। বিজেপি নেতা কালী খটিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ। ২২ আগস্ট পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।বিচারপতি জয় সেনগুপ্ত জানান, নোটিসের প্রেক্ষিতে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তাঁর আরও নির্দেশ, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দিতে হবে তাঁকে। এবং তদন্তে সহযোগিতা করতে হবে। অশোক দিন্দার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করে আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।একইসঙ্গে বিজেপি নেতা কালী খতিককে আগামী ২২ অগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষাকবচ দিয়েছে আদালত। নির্দেশ, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। এই সময়ের মধ্যে তাঁদের গ্রেফতার করা যাবে না। মামলার পরবর্তী শুনানি ২১ অগস্ট।এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়, “অশোক দিন্দা রাস্তায় রাউডিজম দেখাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অপরাধের অভিযোগ রয়েছে।” যদিও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক। সওয়াল জবাব শোনার পর তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানাল কলকাতা হাইকোর্ট।
Hindustan TV Bangla Bengali News Portal