Breaking News

সব হলে প্রাইম টাইমে প্রতিদিন অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন বাধ্যতামূলক করল রাজ্য! নয়া নির্দেশিকা সরকারের, খুশি টলিপাড়া

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে প্রতিদিন অন্তত একটি বাংলা সিনেমা প্রদর্শন এখন থেকে বাধ্যতামূলক । বুধবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিকেল তিনটে থেকে রাত ন’টার মধ্যে প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি করে বাংলা ছবি দেখাতেই হবে । এর মাধ্যমে বাংলা চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলা ছবির প্রাপ্যতা নিশ্চিত করতে চায় সরকার ।পশ্চিমবঙ্গের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করা হল। এই প্রাইম টাইম ঠিক করা হয়েছে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। স্ক্রিনের সংখ্যা বেশি হলে বাড়বে শো সংখ্যাও। যেমন দুটি স্ক্রিন হলে বছরে ৭৩০টি শো, ৩টি স্ক্রিন থাকলে বছরে ৩৭৬৫×৩ অর্থাৎ ১০৯৫টি শো।সরকারি সার্কুলারে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই এই নিয়ম চালু হচ্ছে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে নন্দনে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবার থেকে পশ্চিমবঙ্গের যে কোনও সিনেমা হলে, মাল্টিপ্লেক্স হলে, প্রতিটি স্ক্রিনে বিকেল ৩টে থেকে ৯টার মধ্যে ৩৬৫ দিন অন্তত একটা বাংলা ছবি চালাতে হবে, এমনই স্থির হয়েছে । বাংলা সিনেমার প্রাইম টাইম এখন থেকে বিকেল ৩টে থেকে রাত ৯টা । সিঙ্গল স্ক্রিনে বছরে ৩৬৫টি শো, মাল্টিপ্লেক্সে দুটি স্ক্রিন – বছরে ৩৬৫×২=৭৩০টা শো, তিনটি স্ক্রিনে বছরে ৩৬৫×৩=১০৯৫টি শো, চারটি স্ক্রিনে – বছরে ৩৬৫×৪=১৪৬০টি শো হবে । গত কয়েক বছরে বহুবার অভিযোগ উঠেছে—বাংলা ছবি মুক্তি পেলেও সিনেমা হলে শো পাওয়া যায় না। মাল্টিপ্লেক্সের রমরমায় কমে গিয়েছে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা, আর মাল্টিপ্লেক্সেও বাংলা ছবির শো তুলনায় কম। ফলে অনেক ভাল সিনেমা দর্শকের চোখ এড়িয়ে যায়।নন্দনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেই এই বড় সিদ্ধান্ত ৷ তিনি বলেন, “বাংলা ভাষাকে গলা টিপে মারার চেষ্টা চলছে । মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন । বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পাবে ।” তিনি আরও জানান, “চলতে চলতে সমস্যা হয়, আবার চলতে চলতে সমস্যা মিটে যায় । একসঙ্গে বসলাম, মিটে গেল ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *