দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-জন্মাষ্টমীতে অর্থাৎ শনিবার ছুটি ঘোষণা করল রাজ্য। ফলে সপ্তাহের শেষটা রাজ্যের সরকারি কর্মীদের জন্য নিয়ে আসছে একেবারে বাড়তি আনন্দ, একথা বলাই বাহুল্য। শুক্রবার, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের ছুটি থাকছেই। তারপরের দিন শনিবার, ১৬ অগস্ট জন্মাষ্টমী উপলক্ষে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে। পরপর তিনদিন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকছে।এনআই অ্যাক্ট অনুযায়ী, প্রতি বছর জন্মাষ্টমী সরকারি ছুটি। যদিও প্রয়োজনের ভিত্তিতে কোনও কোনও দপ্তরে অর্ধদিবস কাজ হয়। এই ছুটির আওতায় থাকে বিভিন্ন জরুরি পরিষেবাও। রাজ্য সরকারও এই কৃষ্ণ জন্মদিন উপলক্ষে ছুটি দিয়ে থাকে প্রতি বছর। রাজ্য সরকারের অধীনস্ত প্রায় সব দপ্তর বন্ধ থাকে ওই দিন। এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার নবান্নের অর্থদপ্তরের তরফে অতিরিক্ত সচিব পিকে মিশ্র বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ১৬ আগস্ট, শনিবার রাজ্য সরকারের সমস্ত দফতর তো বটেই, বিভিন্ন বোর্ড, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত সচিবদের। আসলে শনিবার একাধিক সরকারি দফতর ছুটি থাকে। কোনও কোনও দপ্তরে কেন্দ্রীয় সরকারি নিয়ম মতো দ্বিতীয় ও চতুর্থ শনিবার কাজ হয় না। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী, ১৬ আগস্ট, তৃতীয় শনিবার সরকারি দপ্তরে অর্ধদিবস কাজ হওয়ার কথা। কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে এই শনিবার ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার। ফলে স্বভাবতই সরকারি কর্মী মহলে খুশির হাওয়া।
Hindustan TV Bangla Bengali News Portal