Breaking News

সিঙ্গুরে নার্সের ময়নাতদন্তকে ঘিরে তুমুল বিক্ষোভ!মেডিক্যাল কলেজের মর্গের সামনে বিজেপি-সিপিএমের মধ্যে বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিঙ্গুরের নার্সের মৃত্যুর আঁচ কলকাতায়। মৃতার দেহ নিয়ে বিজেপি ও সিপিএমের মধ্যে টানাটানি, ধস্তাধস্তি। দেহের দখলদারি নিয়ে সংঘর্ষে বিজেপি-সিপিএম।দু’পক্ষের মধ্যে তুমুল হইহট্টগোল চলে। মৃতদেহের দখল কারা নেবে, তা নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। দু’পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের নিয়ে আসা হয়েছিল নার্সের দেহ। তাঁর দেহ মেডিক্যাল কলেজে পৌঁছোতেই বিজেপি এবং সিপিএমের কর্মী, সমর্থকেরা সেখানে পৌঁছে যান। দেহ দখল নিয়ে শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে বচসা। সেই বচসা হাতাহাতিতে পৌঁছোয়। সিপিএমের অভিযোগ, নার্সের দেহ হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছে। মর্গের সামনে যখন এই গন্ডগোল চলছে, সেখানে গাড়ির বিতরে অসহায় ভাবে বসে থাকতে দেখা যায় নার্সের পরিবারের সদস্যদের।মৃতার বাবার দাবি, শ্রীরামপুরে ময়নাতদন্ত করলে ভাল হত। কম্যান্ডো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক বলেও দাবি তুলেছেন তিনি। কলকাতা মেডিক্যাল কলেজে তিনি ময়নাতদন্ত করাতে চান বলেও জানিয়েছেন। বিজেপি এবং বামেরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে, তৃণমূলকে রক্ষা করতে সাহায্য করছে দুই দল। বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘‘আমরা চাই মৃতার দেহের ময়নাতদন্ত হোক এমস বা কম্যান্ড হাসপাতালে। সিপিএম এখানে এসে তৃণমূলের হয়ে সেটা আটকাতে চাইছে। ওরা এই রাজনীতি দিল্লিতে গিয়ে করুক।’’ পাল্টা এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘তৃণমূলের হয়ে বিজেপি মৃতার পরিবারকে কিনতে নেমেছে। তৃণমূলের হিম্মত হচ্ছে না এখানে আসার, তাই বিজেপিকে পাঠিয়ে দিয়েছে।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *