দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সল্টলেকে পথ দুর্ঘটনায় জীবন্ত পুড়ে ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক। বিনোদ রায় নামে ওই গাড়িচালককে হাওড়ার মালিপাঁচঘরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবারের ঘটনার পর সেখানে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে। তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ সেখান থেকে গ্রেফতার করে বিনোদকে।গতকাল সল্টলেক ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, কীভাবে দুর্ঘটনায় প্রাণ হারান ওই ডেলিভারি বয়।বুধবার বিকেল পাঁচটা নাগাদ সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার হিরন্ময়পুর গ্রামের সৌমেন মণ্ডল। পাশেই আরেকটি বাইক, আর খানিকটা পিছনে সাদা রঙের একটি গাড়ি।সিসিটিভিতে দেখা গেছে, হঠাৎ ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে সৌমেনকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে, মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয়। জীবন্ত অবস্থাতেই ঝলসে যায় বাইক চালকের দেহ।দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, পাল্টা পুলিশের দিকে ছোড়া হয় পাথর। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন পুলিশকর্মী। অবশেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিন বিকেলে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাইক ও গাড়ির নমুনাও সংগ্রহ করেছে তারা।
Hindustan TV Bangla Bengali News Portal