দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গরমে অসুস্থ হয়ে পড়ল ৩৫ জনেরও বেশি। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া। অসুস্থ হওয়ার পরপরই তাদের সকলকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাদের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী।শুক্রবার সকালে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তীব্র গরমে আচমকাই তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি।
পড়ুয়াদের দেখে হাসপাতালের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান সব পড়ুয়াই এখন ভালো আছেন। শুধু এক জন পড়ুয়ার এখনও অল্প কিছু শারীরিক সমস্যা রয়েছে। তিনি বলেন, ‘এটা অনেকটা সাইকোলজিক্যাল বিষয়। একটা বন্ধুকে দেখেছে অসুস্থ হয়ে গিয়েছে, ব্যাস তাকে দেখে অন্যজনও অসুস্থ হয়ে গিয়েছে। আসলে ওরা অনেকে ক্ষুধার্তও ছিল। সকালে ওদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেরই অনুষ্ঠান না হওয়া পর্যন্ত একটা টেনশন থাকে। তাই খায়নি। অনেকের আবার ডিহাইড্রেশনের টেনডেন্সি ছিল। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে জল-টল খাইয়ে, মিষ্টি খাইয়ে, ছবি তুলে এসেছি।’এ ছাড়াও মুখ্যমন্ত্রী জানান, চিকিৎসক, নার্সরা প্রত্যেকের আলাদা করে যত্ন নিচ্ছেন। তিনি নিজেও ছোটদের সুস্থ করার জন্য শুশ্রুষা করেন।
Hindustan TV Bangla Bengali News Portal