প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রয়াত তারকা রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়। গত ১৫ আগস্ট দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত ১৭ আগস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তারকা রাজনীতিক। এদিন বেলা সাড়ে এগারোটার পর ওই হাসপাতালেই মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।বয়স হয়েছিল ৬২। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাঁকে। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। তাঁর আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের প্রাক্তন স্বামী |
জয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।১৯৬৩ সালের ২৩ মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তাঁর। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু ‘অপরূপা’ ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও। ‘নাগমোতি’, ‘মিলন তিথি’, ‘আমরা’র মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জয়। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। বরং রাজনীতিতে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন জয় বন্দ্যেপাধ্যায়। কিন্তু প্রতিবার পরাজয়ই হয়েছে তাঁর সঙ্গী। গত ১৫ আগস্ট দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন জয়। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, বেলা আড়াইটে নাগাদ মরদেহ হাসপাতাল থেকে বেরোয় । সেখান থেকে সোজা তারাতলায় তাঁর বাসভবনে দেহ নিয়ে যাওয়া হয়। বিজেপির রাজ্য সদর দফতরে নিয়ে যাওয়া হয় দেহ। এরপর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।রাজনীতির মাঠে তাঁর প্রতিপক্ষ ছিলেন তাঁর সহ অভিনেত্রী শতাব্দী রায়। অভিনেতার মৃত্যুর খবরে এক সংবাদ মাধ্যমে শতাব্দী রায় বলেছেন, নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল। ফলে সুস্থ রইল না। আমার মনে হয়, নিজের উপর অত্যাচার করেছে। না হলে তো জয়ের এটা চলে যাওয়ার বয়স নয়।শোকপ্রকাশ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি ফেসবুকে লেখেন, ‘প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি। ঈশ্বরের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি।’
Hindustan TV Bangla Bengali News Portal