দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টে পুজো অনুদান মামলায় ফের উঠল হিসেব-নিকাশের প্রসঙ্গ। আদালতের নির্দেশ মেনে যে সমস্ত ক্লাব তাদের খরচের হিসেব জমা দেয়নি, তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চাইলেন বিচারপতি সুজয় ঘোষ।সোমবার রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, অনুদান দেওয়ায় আদালত কোনও আপত্তি করেনি। তাই পুজোর পরে এই মামলার শুনানি হোক। তার আগে রাজ্য হলফনামা দেবে। বিচারপতি সুজয় পাল তাতে আপত্তি জানান। আদালতের প্রশ্ন, পুজোর পর এই মামলার আর গুরুত্ব কী? কারণ, আদালতে বারবার সঠিক হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। অথচ সেই হিসেব দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ফলে সে ব্যাপারে পদক্ষেপ করতে হলে পুজোর আগেই করতে হবে।কারণ, গত বছরগুলিতে বহু ক্লাব হিসাব দেয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এরপরই বিচারপতি রাজ্যকে হলফনামা দিয়ে ক্লাবগুলির অনুদান সংক্রান্ত আয়ব্য়য়ের হিসাব দেওয়ার নির্দেশ দেয়। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।
Hindustan TV Bangla Bengali News Portal