Breaking News

মিষ্টির দোকানে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ! মিষ্টির দোকানের ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :-মিষ্টির দোকানে নাবালিকাকে যৌন হেনস্তায় গ্রেপ্তার গুণধর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিকাশ আশোপা নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা বলে খবর। আগামী কাল ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ধৃতের নাম বিকাশ অশোপা। নিউ স্টেশন রোড ভদ্রকালী উত্তরপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর নয়ের নাততিকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় উত্তরপাড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন এক বৃদ্ধা। অভিযোগ, দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি ওই নাবালিকাকে দেখে দোকানে ঢুকে পরে। এরপর নানা অছিলায় নাবালিকার শরীরে খারাপ স্পর্শ করতে থাকে। একপ্রকার জোর করেই নাবালিকাকে চুম্বন করে কয়েকবার। স্পষ্টই নাবালিকা বিরক্ত হলেও ওই ব্যক্তি একইভাবে বারবার খারাপ স্পর্শ করতে থাকে। মিষ্টির দোকানের সিসি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পরে।উত্তরপাড়ার বাসিন্দা শ্বেতা চক্রবর্তী সেই ঘটনার সিসিটিভি ফুটে তার ফেসবুক থেকে শেয়ার করেন। তিনি লেখেন, “এই ধরনের ঘটনা বাড়ছে। আইন আছে, পুলিশ আছে তাও এক ধরনের মানুষ এই ধরনের অপরাধ করে চলেছে। উত্তরপাড়া থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। আমরা চাই অভিযুক্তর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক, দোষীর শাস্তি হোক।”উত্তরপাড়ার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, “প্রশাসনের উচিত দোষীর কঠোরতম শাস্তির বিধান করা। না হলে এগুলো বেড়েই চলবে।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “যে এটা করেছে সে বিকৃত মানসিকতার। তার সমাজে থাকার অধিকার নেই। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। আমি আশা করব খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *