দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- খড়দহের বিটি রোডে বড় দুর্ঘটনা। স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর, আহত হয়েছেন দুজন। এই দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী।ছুটে আসেন বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। অন্যদিকে পথ অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় বিটি রোডে। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।মঙ্গলবার দুপুরে খড়দহ টাটা গেট সংলগ্ন বিটি রোডে রাস্তা সাইকেল নিয়ে পার হচ্ছিল বাবলু সাউ নামে এক ব্যক্তি। সেই সময় খড়দহ থেকে টিটাগরের দিকে একটি স্কুল বাস অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসে। স্থানীয় মানুষজনের অভিযোগ, সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় দ্রুত গতিতে স্কুলবাসটিকে ধাক্কা মারে সাইকেল আরোহী সহ-দু’জনকে। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহী বাবলু সাউয়ের। আহত দু’জনকে গুরুতর অবস্থায় স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। এরপরেই উত্তেজিত জনতা বাসটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। করা হয় পথ অবরোধও।খবর পেয়ে ছুটে আসে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। স্থানীয়দের অভিযোগ, অন্যতম ব্যস্ততম রাস্তা বিটি রোড। আর সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নেই। যদিও পুলিশের আশ্বাসে দীর্ঘক্ষণ পর ওঠে অবরোধ।
Hindustan TV Bangla Bengali News Portal